December 13, 2024, 9:40 am
শিরোনাম:
শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন কক্সবাজারের নুরুল আফসার শিকদার মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন মনোহরদীতে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মনোহরদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ মনোহরদীতে জনমত জরিপ ও প্রচার-প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী “আলোকিত গোতাশিয়া” ফেসবুক গ্রুপের পক্ষহতে ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের দায়ে খননযন্ত্র ও বালুর স্তুপ জব্দ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন মনোহরদীর ইউএনও হাছিবা খান

নরসিংদী শিবপুরে জমি নিয়ে দন্ডে কয়েক হাজার ফলজ গাছ কর্তনের অভিযোগ

Reporter Name
  • আপডেটের সময় : শুক্রবার, মে ২৯, ২০২০
  • 792 দেখুন

শেখ মানিকঃ

নরসিংদী শিবপুরে জমি নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা চলছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় জমি দখলে নেওয়ার জন্য বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ২৮ মে বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায় গোবিন্দপুর গ্রামের পুফুন শেখ, কালাই শেখ, ইসমাইল শেখ ও মাকসুদ আলী তাদের মোট ৯৩৪ শতাংশ জমি ভাগবাটোয়ারা করে ভোগ দখল করে আসছেন তাদের অলি ওয়ারিশগণ। জমি ভাগ বাটোয়ারা নিয়ে অলি ওয়ারিশগণের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ২০১৭সালে জমির অংশিদাদের মধ্যে থেকে বাসেদগং ৪২জন বাদী হয়ে আঃ ছাত্তারসহ ১৭ জনের নামে নরসিংদী কোটে মামলা করেন। সেই মামলা বিচারাধীন থাকা অবস্থায় জমি দখলে নেওয়ার জন্য বিবাদীগণ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলজ গাছ কর্তন করে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন।
রমিজ উদ্দিন জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা করে দীর্ঘদিন যাবত আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। ৫৩০ শতাংশ জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয় আব্দুস সাত্তার হাজী গংদের সাথে পরে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির জন্য আদুল বাছেদসহ ৪২ জন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন হয় যা বর্তমানে বিচারাধীন রয়েছে। কিন্তু আজ সকালে ওইসব বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শতাধিক লোকজন নিয়ে এসে বাগানের বিভিন্ন প্রজাতির সবজিসহ ফল ফলাদি আম, কাঁঠাল, আনারস, কলা, পেয়ারা, লটকন, লেবু গাছসহ কয়েক হাজার গাছ কর্তন করে দেশীয় অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে বাড়িতে হামলা চালিয়েছে তারা। এরকম অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। যে কোন মূহুর্তে আবারো হালমা চালাতে পারে বিবাদীগণ।
এ বিষয়ে কাজল মাস্টার জানান, নালিশা ভূমিতে আব্দুল সাত্তার হাজিকে দীর্ঘদিন যাবৎ বেদখল করে রেখেছে আবদুল বাসেদ গং। এখানে তরকা সূত্রে কিছু সম্পত্তি পাবে বাসেদগং তবে পুরো সম্পত্তি নয়। আজকে কে বা কাহারা গাছ কর্তন করেছে এ বিষয়ে জানা নাই। আমি অনেক বার চেষ্টা করছি উভয় পরিবারের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য, মীমাংসা করতে ব্যর্থ হয়েছি।
ঘটনার পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102