সাগর বিশ্বাস - ক্রীড়া প্রতিনিধি :
১ দিনের জন্য প্রধানমন্ত্রী হলে কি করতেন সাকিব আল হাসান জানুন
চ্যানেল ২৪ এর ঈদ আয়োজন তারকাআলাপে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। অনুষ্ঠানের এক পর্যায়ে তাকে কিছু প্রশ্ন করা হয়। যে উত্তর দেন সাকিব
★ জীবনে সবচেয়ে বড় ভুল কি?২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে আউট হয়ে যাওয়া!
★জীবনের সঠিক সিদ্ধান্ত কি?ক্রিকেটে আসা এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত!
★মেসি রোনালদোর মাঝে কে সেরা?মেসি ও রোনালদো দুইজনেই যার যার জায়গা থেকে সেরা। তাদের নিয়ে কম্পেয়ার করা ডিফিকাল্ট!
★বর্তমান সময়ে কার ব্যাটিং ভালো লাগে?বর্তমান সময়ে এবিডি ভিলিয়ার্স,বিরাট কোহলি,কেইন উইলিয়ামসন,জো রুট,জস বাটলার এদের ব্যাটিং খুব ভালো লাগে।
★আলাউদ্দিনের চেরাগ পেলে কোন তিনটা জিনিস চাইবেন?বাংলাদেশের থেকে সব সমস্যা দূর হয়ে যাক,বিশ্বকাপ জেতা, মেয়েদেরকে মানুষের মতো যাতে মানুষ করতে পারি।
★১ দিনের জন্য প্রধানমন্ত্রী করে দেওয়া হলে কোনটা আগে করবেন?বাংলাদেশের সব সমস্যা দূর করে দেওয়া।
★বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হলে?সবজায়গায় জেনো খেলার মাঠ থাকে সে ব্যবস্থা।যত বেশি ইন্টারন্যাশনল ম্যাচ খেলার মাঠ তৈরি করা! আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ও ভারতের মতো সুযোগ সুবিধা তৈরি করা।
★স্বপ্নের পুরুষ /নারী কে?মুসলিম হিসেবে হযরত মুহাম্মদ (সঃ) আর আমার বাবা।