নিউজ ডেস্ক:
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবহনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে একটি করে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে
করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর পরিপ্রেক্ষিতে ভাড়া ৮০ % বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।
বার্তা সংস্থা ইউএনবি’র একটি খবরে বলা হয়, বিআরটিএ’র গণপরিবহণ ভাড়া নির্ধারণ কমিটি এ সুপারিশ করেছে বলে শনিবার (৩০ মে) নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইউসুব আলী মোল্লা।
তিনি বলেন, “৫০% কম যাত্রী পরিবহনের শর্তে বাসের বর্তমান ভাড়া থেকে ৮০% ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিআরটিএ। করোনাকালীন সময়ের জন্য ছোট বড় সকল বাসের জন্য এ ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে।ইউসুব আলী মোল্লা আরও বলেন, “সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবহনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে একটি করে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। অর্থাৎ যেখানে ৫০ সিট রয়েছে সেখানে ২৫ জন যাত্রী পরিবহন করবে। এতে যাত্রী সংখ্যা অর্ধেকে নেমে আসবে। এক্ষেত্রে যাত্রী সংখ্যা কমলেও পরিবহন ব্যয় কিন্তু একই থেকে যাচ্ছে। আর এই খরচটা কিন্তু কাউকে না কাউকে বহন করতেই হবে। তা না হলে পরিবহন চালানো যাবে না।”
তবে এ বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান।