রেলপথ মন্ত্রণালয়ের ব্রিফিং এর ঘোষণা সমূহ:
♦ আগামীকাল ৩১মে যেসকল ট্রেন যাত্রা করবে :
সূবর্ণ এক্সপ্রেস
সোনারবাংলা এক্সপ্রেস ( চট্টগ্রাম থেকে)
কালনী এক্সপ্রেস
পঞ্চগড় এক্সপ্রেস
বনলতা এক্সপ্রেস
লালমনি এক্সপ্রেস
চিত্রা এক্সপ্রেস
উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস
♦ ২য় ধাপে ৩রা জুন থেকে যেসব ট্রেন চলাচল করবে :
তিস্তা এক্সপ্রেস
বেনাপোল এক্সপ্রেস
নীলসাগর এক্সপ্রেস
রূপসা এক্সপ্রেস
কপোতাক্ষ এক্সপ্রেস
মধুমতি এক্সপ্রেস
মেঘনা এক্সপ্রেস
কিশোরগঞ্জ এক্সপ্রেস
উপকূল এক্সপ্রেস
ব্রহ্মপুর এক্সপ্রেস
কুড়িগ্রাম এক্সপ্রেস
♦ কিছু নির্দেশনা
১) বিমানবন্দর, নরসিংদী ও জয়দেবপুর স্টেশনে কোন ট্রেন থামবে না৷
২) মাসিক টিকিট ও প্লাটফর্ম টিকিট বিক্রি বন্ধ থাকবে।
৩) ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে।
৪) সকল টিকিট অনলাইন বিক্রি হবে।
৫) ট্রেন ছাড়ার ১ঘন্টা আগে যাত্রীকে স্টেশনে উপস্থিত থাকতে হবে।
৬) ট্রেনে খাবার বিক্রি হবে না।
৭) রেল কতৃপক্ষ কেবিনে যাত্রীদের বালিশ, চাদর, ও কাঁথা সরবরাহ করবে না।
৮) ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হবে না।
৯) নিদিষ্ট দরজা ব্যাবহার করে ট্রেনে উঠতে ও নামতে হবে। অর্থাৎ ইন ও এক্সিট ডোর আলাদা।
১০) টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবেন না৷