কক্সবাজার উখিইয়ায় রোহিঙ্গাদের আক্রমণে ম্যাজিস্ট্রেট সহ তিনজন আহত হয়।
গত বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং ক্যাম্পের অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ বাধার মুখে পরেন। এ সময় সশস্ত্র রোহিঙ্গাদের বাধার মুখে গুলিবর্ষণ করে পিছু হটতে বাধ্য হন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সঙ্গের ফোর্স।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পের অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। অপরদিকে, রোহিঙ্গাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ম্যাজিস্ট্রেটসহ তিনজন আহত হয়।
ফেসবুক থেকে,