চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রাম হাটহাজারীর ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জানা যায়, উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড ও শিকারপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ড এলাকায় ০৩ জন করোনা রোগী সনাক্ত হয়। এই খবর পাওয়া মাত্র হাটহাজারী থানার আওতাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষনিক করোনায় আক্রান্তদের ঠিকানায় পৌঁছে তাদের বাড়ী লক ডাউন করে দেয়।
এছাড়া হাটহাজারীতে একদিনেই ২৬জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন(২৭মে এর প্রেরিত নমুনা অনুযায়ী)।এর মধ্যে সোনালী ব্যাংক হাটহাজারী শাখায় কর্মরত ৭জন রয়েছেন। এ নিয়ে অদ্যাবধি হাটহাজারীতে ৮৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন ২জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪জন।
২৭মে এর প্রেরিত নমুনার ফলাফল অনুযায়ীযারা আক্রান্ত হলেন-ছিপাতলী ৬ নং ওয়ার্ডস্থ নেয়ামত আলী কোম্পানি বাড়িতে ২জন, হাটহাজারী পৌর এলাকার ফটিকা শাহজালাল পাড়া মাশা অাল্লাহ বিল্ডিং এ ১ জন, শিকারপুর ইউনিয়নের বাথুয়া কবির আহমদ সই বাড়িতে ২জন, গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ড কাসেম বালির বাড়িতে ১জন ও ২ নং ওয়ার্ড নজু মিয়া সারাং বাড়িতে ১ জন, দক্ষিণ বুড়িশ্চর মন্টু তালুকদার বাড়িতে ১ জন, চৌধুরীহাট শফী ড্রাইভার বাড়িতে ১ জন(চাকমা), হাটহাজারীদড় কলেজ গেইট আবদুল হামিদ সওদাগর বাড়িতে ১ জন, পৌরসভার দেওয়ান নগর ৩ নং ওয়ার্ডে ১ জন(বিস্তারিত নেই), মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাচা মিয়া মাস্টারের বাড়িতে ১ জন, ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নজমুল আহমদ বাড়িতে ১ জন,আমান বাজার সংলগ্ন চসিক ১ নং পাহাড়তলী ওয়ার্ডে একই পরিবারের ৫ জন, নন্দিরহাটে ১ জন ও হাটহাজারী সোনালী ব্যাংকে কর্মরত ৭ জন।