ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী এক চোরাকারবারী আহত হয়েছেন। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছেন বিজিবি। এ ঘটনাটি ঘটেছে গত রোববার রাত সাড়ে নয়টায় উপজেলার অনন্তপুরসীমান্তে।বিজিবি ও স্থানীয়রা জানান , ওই রাতে ৯৪৫ নং আন্তর্জাতিক মেইন পিলারের সন্নিকটে উভয় দেশের চোরাকারবারীরা মাদক ও গরু নিয়ে আসার চেষ্টা করেন।
এ সময় নোম্যান্স ল্যান্ডে জড়ো হওয়া চোরাকারবারীদের লক্ষ্য করে ভারতের ১৯২ ব্যাটালিয়নের ক্ষেতাবেরকুট ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা এক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় বাংলাদেশী সাইদুল ইসলাম (৪০) নামের এক যুবক বাম হাতের বাহুতে গুলি লেগে আহত হন। অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আহত সাইদুল ইসলাম হলেন অনন্তপুর বালাটারী গ্রামের আঃ সামাদের ছেলে। তাকে রাতেই রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এদিকে খবর পেয়ে সোমবার (১ জুন) প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি। ওই চিঠি প্রেক্ষিতে অনন্তপুর সীমান্ত কোম্পানি পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের ক্ষেতাবেরকুট ক্যাম্পের ইন্সপেক্টর রাজেন্দ্র যোসি ও অনন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদা জহুরুল ইসলাম নেতৃত্ব দেন। এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম, পিএসসি জানান, এক রাউন্ড গুলি হয়েছে। এ নিয়ে কোম্পানি পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলি বিদ্ধ যুবকের বিষয়ে জন প্রতিনিধিদের মাধ্যমে খোঁজ নেয়া হচ্ছে।