মোঃরায়হান আলী,খুলনা জেলা প্রতিনিধিঃ
সুপার সাইক্লোন খ্যাত ঘূর্ণিঝড় "আম্পান"এর ভয়াবহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সহ ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগীতা করলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,খুলনা মোহাম্মদ হেলাল হোসেন। আজ (৩জুন) বুধবার খুলনার দাকোপ উপজেলায় ঘূর্ণিঝড় 'আম্পান'-এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেন।
সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের উপস্থিতিতে জেলা প্রশাসক ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে ঢেউ টিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষয়-ক্ষতি নিরুপণের চেষ্টা করেন।
স্থানীয় রাজনীতিবিদসহ এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), খুলনা জিয়াউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার, দাকোপ মোঃ আব্দুল ওয়াদুদ, পানি উন্নয়ন বোর্ড, খুলনা'র নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী ও সহকারী কমিশনার (ভূমি), দাকোপ জনাব মোঃ তারিফ-উল হাসান।