চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ
চট্টগ্রাম হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির। তারই ধারাবাহিকতায় আজ (৪ জুন) হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ মঞ্জুদ্দোহা ও কং ইসমাইল সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিন্টু দত্ত (৪২) ও মোঃ হাসান (৫৫) নামের দুই চোলাই মদ কারবারী কে ৩০ লিটার মদ সহ আটক করা হয়।
জানা যায়, হাটহাজারী থানাধীন ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নস্থ মদুনাঘাট রিলেশন পার্ক কমিউনিটি সেন্টার এর সামনে পিন্টু দত্ত (৪২) পিতা মৃত দুলাল দত্ত, এবং মোঃ হাসান (৫৫) পিতা মৃত আহাম্মদুর রহমান এর দখলে থাকা ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক করা হয়। উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানার মামলা নং- ০৫, ধারা- ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪ (খ) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উক্ত তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাব্বারুল ইসলাম বলেন, আমরা করোনায় বিপর্যস্ত জনগণের জন্য কাজ করছি। তারই মধ্যে মাদক কারবারিরা সক্রিয়, কিন্তু আমি ও আমার ফোর্স চারিদিকে নজর রাখছি। ওসি স্যারের নির্দেশনায় মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দিচ্ছি না। আর করোনার মধ্যেও যারা মাদক কেনা বেচায় জড়িত তারা কেউই ভালো মানুষ নয়।