নরসিংদী গীতিকার পরিষদের সম্মানিত গীতিকার ও সুরকার এস এম শ্রাবণ কাজীর কথা ও সুরে বাউল শিল্পী সাগরিকা সরকার এর মধুময় কন্ঠে স্রষ্টার পক্ষে প্রসংশনীয় কিছু কথা নিয়ে আল্লাহ তুমি রহিম রহমান গানটি রিলিজ হয়েছে।
বিজয় দেওয়ান মিডিয়া ও বিজয় দেওয়ান ইউটিউব চ্যানেল এর ব্যানারে এবং ফেইসবুক পেইজ এ ইতিমধ্যে শ্রোতা দের মধ্যে বেপক সারা পেয়েছে এবং দর্শক দের কথা মাথায় রেখে সামনে বিজয় দেওয়ান মিডিয়া বিজয় দেওয়ান ইউটিউব চ্যানেল এর ব্যানারে আরো ৪ টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে।
শিল্পী ও গীতিকার উভয়েই সকলের কাছে দোয়া চেয়েছেন। পরিচালক -বাউল শিল্পী গীতিকারও সুরকার বিজয় দেওয়ান