মোঃ রায়হান আলী,ব্যুরো প্রধান,খুলনাঃ
সারাদেশে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রামনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুলনা বিভাগে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
আজ (১১জুন) বৃহস্পতিবার সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গেছে ১০০১ জন। সুস্থ হয়েছেন ৩৬২ জন।
বিভাগে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪ জন।তিনি আরও বলেন, বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্তদের মধ্যে খুলনায় সর্বোচ্চ ২৪৮, বাগেরহাটে ৪৬, সাতক্ষীরায় ৫৬, মেহেরপুরে ২৯, যশোরে ১৭১,ঝিনাইদহে ৬৫, মাগুরায় ৪৩, নড়াইলে ৫০, কুষ্টিয়ায় ১৬৩ এবং চুয়াডাঙ্গায় ১৩০ জন রয়েছেন।