জাহাঙ্গীর হাসান সুমন লেবানন প্রতিনিধিঃ
লেবাননে মর্মান্তিক সড়ক দূঘটনায় সেলিম হোসেন ও ফয়সাল মিয়া নামের প্রবাসী বাংলাদেশী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (০৯ জুন) আনুমানিক রাত ১০টা থেকে সারে দশটার দিকে খালদা হয়ে মটর সাইকেল চালিয়ে সাবরা আসার পথে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরের পাশে বোরুজের মোরে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, সেলিম হোসেন ও ফয়সাল মিয়া, দুই ভাই মটর সাইকেল করে বাসায় ফিরছিলেন, তাদের মটর সাইকেল বোরুজের মোরে পৌছালে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলেই ফয়সাল মিয়ার মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা লেবানন পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর সেলিম হোসেনও চিকিৎসাধীন অবস্থায় মত্যু বরণ করেন।
তাদের নিকটতম এক আত্বীয় আব্দুল কাদের জানান, ছোট ভাই ফয়সাল মিয়াকে কাজে যোগ দেয়ার উদ্দেশ্যে শৈফাত থেকে মটর সাইকেল নিয়ে বের হয়ে ছিলেন দুই ভাই ।রাতে তাদের কোন খুঁজ না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজির পর জানতে পারি এই দূর্ঘটনার কথা। তবে দুজনের মৃত্যুর খবর আমরা শুনেছি।
কিন্তু ঘটনার পর থেকে বিভিন্ন হাসপাতাল ঘুরেও ছোট ভাই ফয়সালের কোন খুজ পাওয়া যায়নি।আব্দুল কাদের বাংলাদেশ দূতাবাসের সহযোগীতা কামনা করেন। অন্যদিকে তাদের আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনে পরিবার ও নিজ গ্রাম- ধলেশ্বরীতে নেমে এসেছে শোকের ছায়া। তারা দুইজন ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মফিজুর রহমানের ছেলে।