নিউজ ডেস্ক:
কক্সবাজার শহরের রোগীদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস দিবে জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সিদ্ধান্তে সোমবার ( ১৫ জুন) থেকে এই সেবা চালু করা হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্বাধীন বাংলা১৬.কম বলেন, করোনার ভাইরাসের প্রভাবে কক্সবাজারে চরম এ্যাম্বুলেন্স সংকট দেখা দিয়েছে। এর ফলে মূমুর্ষ রোগীরা দ্রুত হাসপাতালে আসা-যাওয়া করতে পারছেনা। এতে করে অসুস্থ মানুষের জীবন ঝুকিতে পড়ছে। তাই, কক্সবাজার শহরের অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে পৌছানোর বিড়ম্বনা কাটাতে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার। দিন – রাত ২৪ ঘন্টা এই সেবা চালু থাকবে।