ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ খাদিজা খাতুন (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। খাদিজা উপজেলার হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী গ্রামের জয়নাল হোসেনের কন্যা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজা খাতুন, ভাই নুর মোহাম্মদ (৫) ও দুই সহপাঠিকে নিয়ে রবিবার দুপুরে বাড়ির পার্শ্বে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় নুর মোহাম্মদ স্রোতে ভেসে গেলে খাদিজা ও তার সহপাঠি জান্নাতি খাতুন(১৪) এগিয়ে আসলে খাদিজা নদীতে ডুবে যায়।
পরে শিশু নুর মোহাম্মদকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও খাদিজাকে উদ্ধার করা যায় নি। খবর পেয়ে গতকাল সন্ধ্যায় রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৩ সদস্যর ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে রাত সাড়ে আটটার দিকে খাদিজার মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর থেকে ৩ সদস্যের একটি ডুবুরী দল প্রায় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে খাদিজার মরদেহ উদ্ধার করা হয়।