সাগর বিশ্বাস ক্রীড়া প্রতিনিধিঃ
টানা দুটি ফাইনাল হারলেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে এবার প্রথম এমনটা দেখলেন এ পর্তুগিজ তারকা।
গত ডিসেম্বরে লাৎসিওর সুপার কোপার ফাইনালে হারের পর আগের দিন নাপোলির কাছে হেরে কোপা ইতালিয়া জয়ের স্বাদ পাওয়া হয়নি জুভেন্টাসেরগতরাতে কোপা ইতালিয়ান লীগ এর ফাইনালে হারের মাধ্যমে টানা ২ টি ফাইনাল হারল রোনালদো ও জুভেন্টাস।
জুভেন্টাস এর টানা ২ টি ফাইনাল হারের রেকর্ড থাকলেও রোনালদো ক্যারিয়ারের এটাই প্রথম।গতকাল রাতে কোপা ইতালিয়ান লীগ এর ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়।ট্রাইব্রেকে ন্যাপোলির কাছে ৪-২ ব্যাবধানে হারে জুভেন্টাস।ট্রাইব্রেকে দিবালা ও ড্যানিলো পেনাল্টি মিস করে।
গত বছর শেষ দিকে লাজিওর বিপক্ষে সুপার কোপা ইতালিয়ানা এর ফাইনালে হারের পর এবার নাপোলির বিপক্ষে আরেকটি ফাইনাল হারলো।