ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সারা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় করোনা কালীন সময়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের বেতন ও মেস ভাড়া মওকুফের নিম্মিত্ত্বে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখা।
রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির জেলা কমিটির ছাত্রদলের নেতারা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান। স্মারকলিপিতে সব শিক্ষার্থীদের কথা মাথায় রেখে অনলাইন ভিত্তিক ক্লাশ বন্ধেরও দাবি জানানো হয়।
পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ ও যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের টাকার ওপর নির্ভরশীল এরকম প্রতিষ্ঠানগুলোকে সরকারি তহবিল থেকে সহায়তার আহ্বান জানানো হয়।
এছাড়াও স্মারকলিপি প্রদানকালে জেলা ছাত্রদলের আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহঃ সভাপতি রুবেল আহম্মেদ,সাধারন সম্পাদক মোঃ হাসান যুবায়ের হিমেল সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান ও শিথিল সহ প্রমুখগণ।