নিউজ ডেস্কঃ
নরসিংদীর রায়পুরায় সোমবার (২২ জুন ) বিকাল ৪:৩০ ঘটিকায় রায়পুরা থানাধীন রাধাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
জানা গেছে, রায়পুরা থানার এসআই তাপস কান্তি রায় ও এএসআই আনোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালিয়ে ০২ (দুই) কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, রবি উল্লাহ (৪০), পিতা-হারিছ মিয়া, রাধাগঞ্জ
রায়পুরা থানার এসআই তাপস কান্তি রায় জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২৬,৬০০ টাকা এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।