সুমন,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
এবার ২০২০- ২১ অর্থ বছরে ৫৪ কোটি ২ লক্ষ টাকার বাজেট বরাদ্দ পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। এটি গত ২০১৯-২০ অর্থবছরের তুলনায় প্রায় ১৫ লক্ষ টাকা বেশি। বশেমুরবিপ্রবি'র হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ সুজাউদ্দিন বাজেট সম্পর্কিত তথ্যটি নিশ্চিত করেছেন।
২০১৯-২০ অর্থ বছরের বাজেট ছিল ৫৩ কোটি ৮৭ লক্ষ টাকা যা এবারের বাজেট কিছুটা বেড়েছে।তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন( ইউজিসি)কর্তৃক প্রদানকৃত অনুদান গত অর্থবছর থেকে বেশ কমেছে।চলতি অর্থ বছরে এর পরিমান ৩২ কোটি ২ লক্ষ হলেও পূর্বে ছিল ৩২ কোটি ৩৭ লক্ষ যা বর্তমান থেকে প্রায় ৩৫ লক্ষ কম।
চলতি অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বেড়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। ২০১৯- ২০ অর্থবছরে এ আয় ছিলো ২১ কোটি ৫০ লাখ যা বর্তমান অর্থবছরে হয়েছে ২২ কোটি টাকা। এবারের বাজেটে নতুন মাত্রা পেয়েছে গবেষনা অনুদান।
বেতন ও ভাতাদি বাবদ সহায়তা এবং গবেষনা অনুদান বেড়েছে নতুন বাজেটে।তবে সবাইকে হতাশ করে দিয়ে কমেছে পন্য ও সেবা বাবদ সহায়তা এবং মোট মূলধন অনুদান।সব মিলিয়ে গবেষনা খাতের অনুদানই বেড়েছে মোটের উপরে।