নীলফামারী সদরে খোকশাবাড়ী ইউনিয়ন হ্যাচারী বাজার সংলগ্নে জোড়া কালভাটের একটি কালভাটের ফাটল ধরেছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা মনে করছে এলাকাবাসি। এই কালভাটের উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করে হাজার হাজার জনগন। শহরের প্রবেশের একটি মাত্র রাস্তা। ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করছে পথচারী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অতিবৃষ্টির কারনে কালভাট টির ফাটল ধরেছে। কালভাটের ফাটলের কারনে চলাচলের বড় ঝুকির মধ্যে পরছে এলাকাবাসি।
রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, কালভাট টি একটি অংশ গত কয়েকদিন টানা বৃষ্টির জন্য ফাটল দেখা দিয়েছে। আজকে সকাল থেকে টানা বৃষ্টির জন্য ফাটল টি বড় আকার ধারন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি তারাতারি বিষয়টি নজরে নিয়ে এসে সমস্যা সমাধান করে।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে কালভাটটি ফাটল ধরে দুই দিকে, অতি বৃষ্টির কারনে দিন দিন ফাটল টি বড় আকার ধারণ করছে। চলাচলের জন্য ঝুকিপুর্ণ মনে করতেছি আমরা। কালভাট টি সংস্কারর করা না হলে আমাদের যোগাযোগের ব্যবস্থার সমস্যা হবে।
অতি তাড়াতাড়ি কালভাট টি সংস্কারের জন্য দাবী জানিয়েছেন এলাকাবাসী।