“বিট পুলিশিং সফল করি,অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই শ্লো গানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও বিট পুলিশিং ইউনিয়ন পর্যায়ে এ সেবার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সদর পাঁচগাছী ইউনিয়নের হল রুমে এ সেবার উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শাহারুল ইসলাম,শানিনুর ইসলাম ও এরশাদুল হকসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
স্থানীয় হাজির উদ্দিন বলেন, এটা খুবই ভালো উদ্যোগ এতে করে আমার ইউনিয়নের বিভিন্ন অপরাধ কমে আসবে অন্যায় মূলক কাজ করতে ভয় করবে বলে আমি মনে করি। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাফুজুর রহমান বলেন, প্রতিটি ইউনিয়নে একজন এসআই ও দুইজন এ এসআই কাজ করবে যাতে করে আইন শৃঙ্খলা অবনতি না হয় সার্বক্ষণিক তারা তৎপর থাকবে।
মাদক জুয়া বাল্যবিবাহ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোন বড় ধরনের আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে এ জন্য তারা সার্বক্ষণিক কাজ করে থাকবে।