নদীর পানিতে নেমে বালু তোলার ড্রেজার মেশিনে পাইপ লাগাতে গিয়ে আবু বকর (২৫) নামক এক বালু শ্রমিক নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরী বাজার বালু ঘাটে।
নিখোঁজ আবু বকর দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের কেরনখলা গ্রামের দুলাল মিয়ার ছেলে। শ্রমিকরা জানান, ড্রেজার দিয়ে বালু তোলা নৌকার মালিক ইসমাইল হোসেনের এখানে কাজ নেন আবু বকর। মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর পুনরায় নদী থেকে বালু তোলার জন্য আবু বকর ড্রেজারের পাইপ নদীর তলদেশে লাগাতে গিয়ে উপরে না আসায় অন্যান্য শ্রমিকরা বিষয়টি মালিককে জানায়।
নৌকার মালিক বিষয়টি দুর্গাপুর ফায়ার সার্ভিসকে জানালে তারা প্রাথমিকভাবে ঘটনাস্থলে নিখোঁজ শ্রমিককে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়।