লক্ষ্মীপুরে করোনা মহামারির মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুল গুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে বুধবার
সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি
সাংবাদিক সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী
সমিতির সভাপতি এডভোকেট মো. শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, মানবাধিকার কমিশনের
লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সামছুল করিম খোকন প্রমুখ।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার কর্মকর্তারা বলেন, করোনা
মহামারির এই মহাদুর্যোগের সময় দেশের হাজার হাজার কিন্ডারগার্টেন স্কুল গুলোর শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। করোনার
শুরু থেকে স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন আদায় সম্ভব হচ্ছে না তাই স্কুলের শিক্ষকদেরও বেতন দেওয়া সম্ভব হচ্ছেনা।
এতে কিন্ডারগার্টেন স্কুল গুলোর শিক্ষকরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুল গুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবি করেন তারা।