ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত শরণখোলা উপজেলার বগী থেকে গাবতলা পর্যন্ত রিং বাঁধ নির্মান কাজ পরিদর্শন করেছেন বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোঃ জিয়াউর রহমান।
মঙ্গলবার সকালে তিনি, সেনা বাহিনী র তত্তাবধানে নির্মানাধীন ১৭০০ মিটার রিং বাঁধের এ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি আনুষ্ঠানিক ভাবে ভাংঙ্গন কবলিত বলেশ্বর নদীতে বালু ভর্তি জিউব্যাগ ডাম্পিং করেন ও ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মধ্যে ত্রান সহায়তা প্রদান করেন।
তার সাথে ২৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ কুমার রায়, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, এ,এস,পি সার্কেল রিয়াজ উদ্দিন ও শরণখোলা থানা ওসি এস,কে আব্দুল্লাহ আল সাইদ উপস্থিত ছিলেন।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের ৬৭ কিলোমিটার বেঁড়ী বাঁধ নির্মানের কাজ চলছে। এর মধ্যে ২০ মে ঘূর্নিঝড় আম্ফানে গাবতলা থেকে বগী পর্যন্ত ২ কিলোমিটার বেড়ী বাঁধ বিধ্ব'স্ত হয়ে কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়ে।
২২ মে সেনাবাহিনীর ২৮ পদাতিক ব্রিগেডের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
যাবতীয় প্রক্রিয়া সম্পন্নের পর ১৬ জুন ক্ষতিগ্রস্ত ১৭০০ মিটার রিং বাধ নির্মানের কাজ শুরু হয়। আগষ্টের প্রথম সপ্তাহে রিং বাঁধ নির্মান ও বালু ভর্তি জ্উিব্যাগ স্থাপনের কাজ সম্পন্ন হতে পারে বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছে।