স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ইমানা জাহানের। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন ভালো একজন শিক্ষক হবার। শিক্ষক হয়ে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখার। ইমানা জাহান এবারের ৩৮তম বিসিএস এ সুন্দরবন সংলগ্ন উপজেলা শরণখোলা থেকে মনোনিত একমাত্র ভাগ্যবান।
উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আলীর কন্যা সে। মা শাহিদা বেগম শিক্ষকতা ছেড়ে এখন গৃহিনী। ব্যক্তিগত জীবনে বিবাহিত ইমানার স্বামী একজন ব্যাংক কর্মকর্তা। একমাত্র পুত্র খালিদ মোহাম্মদ মামনুনের বয়স ২ বছর।
ইমানা উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে জিপিএ-৫ পেয়ে এস,এস,সি ও ২০১২ সালে শরণখোলা সরকারী অনার্স কলেজ থেকে এইচ.এস.সি পরিক্ষায়ও জিপিএ-৫ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ২০১৬ সালে অনার্স ও ২০১৭ সালে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। এবারের ৩৮ তম বিসিএস ফলাফলে সে মনোনিত হয়েছে শিক্ষা ক্যাডারে।
ইমানা জাহান তার প্রতিক্রিয়া জানান, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি একজন ভালো শিক্ষক হওয়ার। শিক্ষক হয়ে মানুষের সেবা ও শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার। সেই স্বপ্ন বাস্তবায়নে আমার বাবা আমার আদর্শ। এছাড়াও আমার শিক্ষকদের কাছেও আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে শিক্ষা মানোন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।