ময়মনসিংহের ত্রিশালের কালো মানিকের দাম "বিশ"-লক্ষ টাকা।
শখ করে গরু পালেন জাকির হোসেন। গত বছর তার দুটি আকর্ষণীয় গরু ছিল। একটা লাল আরেকটা কালো।
গরুর মালিক জাকির হোসেনের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা
গ্রামের দক্ষিণ ভাটিপাড়া এলাকায়। কয়েক বছর ধরে শখ করে গরু পালেন তিনি।
জাকির হোসেন বলেন, বিক্রি করে টাকা রোজগারের জন্য গরু পালন করি না।
আমি শখ করে গরু পালন করি। নিজের চেয়ে বেশি গরুর যত্ন করি।
গরু বিক্রির সময় খুব মায়া লাগে, কান্নাও পায়। গত বছর লাল আর কালো দুটি গরু ছিল।
তাই নাম রেখেছিলাম লাল মানিক আর কালা মানিক। গত কোরবানির ঈদে লাল মানিককে বিক্রি করেছিলাম ১৩ লাখ টাকায়। সেবার কালা মানিককে বিক্রি করতে পারিনি।
তিনি বলেন,
কালা মানিককে যত্ন করে লাল মানিকের চেয়ে বড় করেছি। এরই মধ্যে তাকে দেখার জন্য বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রতিদিন ক্রেতারা আসছেন।
কালা মানিকের দাম ২০ লাখ টাকা হাঁকছি। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা ওঠে কালা মানিকের দাম।