ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মরিচারচর বটতলা বালুর ঘাটে জব্দকৃত বালু নিলাম ডাকের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়েই বিক্রির অভিযোগ উঠায়,বালু ঘাটের ইজারা মেয়াদ শেষে ঘাটে জমাকৃত বালু ১ লাখ ১১হাজার ৩৭৫ ঘনফুট বালু বাজেয়াপ্ত করে স্থানীয় প্রশাসন। জব্দকৃত বালু প্রকাশ্য নিলাম ডাকে বিক্রি করেন উপজেলা নির্বাহী অফিসার।
এ নিলামে অংশগ্রহণ করেন ১২জন ব্যবসায়ী । সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মো: আজিজুল হক ১০লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করেন। ডাকের টাকা ওই দিন বিকেল ৫টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ থাকলেও দরদাতা মো: আজিজুল হক টাকা জমা না দিয়েই সন্ধ্যার পর থেকে অবৈধ ভাবে বালু বিক্রি শুরু করে দেয়।
বিষয়টি স্থানীয় এলাকাবাসী প্রশাসনকে অবহিত করলে সহকারী কমিশনার (ভুমি) সাঈদা পারভিন ঘটনাস্থলে গিয়ে ৫টি বালু ভর্তি ট্রাক আটক করে। পরে বালু রেখে ট্রাক গুলো ছেড়ে দেন। এ ব্যাপারে আজিজুল হকের সাথে মোবাইল ফোনে বারবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।