রাবিতে প্রথম বারের মত অনলাইনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডিভোলপমেন্ট বিভাগ। শনিবার (১১জুলাই) রাত ৮ টায় ভার্চুয়াল এই গ্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। বিভাগটি প্রতি বছর-ই বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে এ দিবসটি পালন করে থাকে।
বর্ণাট্য র্যালি, আলোচনা সভা, প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা আয়োজন করে থাকেন। কিন্তু এবছর ক্যাম্পাস বন্ধ থাকায় দিবসটি অনলাইনে পালিত হয়। 'মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি' প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের অনলাইন কর্মসূচিতে বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অংশ নেন বিভাগটির সকল বর্ষের শিক্ষার্থী। বিভাগের শিক্ষার্থী তাসনীম সুস্মী সঞ্চালননয় অনুষ্ঠানে চলমান পরিস্থিতিতে বিশ্ব জনসংখ্যার উপর করোনার কি কি প্রভাব পরতে পারে সে বিষয়ে শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়াও শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে খোজ-খবর নেয়া সহ বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত অনলাইন ক্লাশ শুরুর ব্যাপারেও আলোচনা করেন তারা।