উজানের ঢল ও ভারি বর্ষণে তিস্তা নদীর বন্যা ও ভাঙ্গনে পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। বন্যা ও নদী ভাঙ্গন অব্যাহত থাকায় তিস্তা নদী আববাহিকার মানুষজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
লালমনিরহাট জেলার সীমান্ত বর্তি পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত অব্যাহত রয়েছে।
এতে দহগ্রাম ইউনিয়নে প্রায় ৫০০'শ পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে।পানি বৃদ্ধি হয়ে স্রোতে ভেসে নিয়ে যায় ১০টি ঘরবাড়ি ভেঙ্গে যায় রাস্তাঘাট হয়েছে যোগাযোগ বিছিন্ন।আমন ধরনের বীজতলা ও রোপিত আমন চারা পানির নিচে তলিয়ে গেছে ভেসে গেছে অনেক পুকুরের মাছ।
দহগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সফিউল আলম বাবলু বলেন ভারত থেকে বাংলাদেশে তিস্তা নদী প্রবেশদ্বায়ে করণে পানিবৃদ্ধি হয়েছে আমার দহগ্রাম ইউনিয়নে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এরই মধ্যে ১০টি পরিবারের ঘরবাড়ি তিস্তা নদীতে বিলীন হয়েছে।
পরিবারগুলোকে নৌকায় করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায় হয়ে পরেছে।যে পরিবারের ঘরবাড়ি নদীর ভাঙ্গনের কবলে পরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসার অহবান জানান।