জামালপুরে বিজেএমসির কাছে পাওনা টাকা দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে জেলার পাট ব্যবসায়ীরা। ১৪ জুলাই দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শতাধিক পাট ব্যবসায়ী।
এসময় পাট ব্যবসায়ীরা বলেন,২০১৬-২০১৭ সাল হতে এপর্যন্ত জেলার দুই শতাধিক ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা বিজেএমসির কাছে প্রায় ৩০ কোটি টাকা পাওনা।
উল্লেখিত পরিমান টাকা বিজেএমসি পরিশোধ না করায় পাট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছে।বিভিন্ন তারিখে পাওনা টাকা পরিশোধের কথা বললেও বিজেএমসি কোন টাকা পরিশোধ করছেনা। জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতি বিজেএমসি যেন দ্রুত সময়ের মধ্যে পাওনা পরিশোধ করে এব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হবি,সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন জেলা পাট ব্যবসায়ী সমিতি।