আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে আসবে। একইসঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
বুধবার (১৫ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদ-উল-আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে তিনি এ সব কথা জানান।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রজ্ঞাপন পেয়েছি আমরা। ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে ৩ দিন আমাদের গণপরিবহণ বন্ধ থাকবে। সেই আলোকেই আমরা পদক্ষেপ নেবো। তাই যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ৫ দিন পূর্বেই যেতে হবে এবং যারা আসতে চায় তাদের ৩ দিন পরে আসতে হবে।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে বলেছে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী তার স্টেশন লিভ করতে পারবে না। কাজেই আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ রাখার জন্য কাজ করছি। আমাদের ভালো দিক হচ্ছে করোনা আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার অনেক কম।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরে সব সংস্থা থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। কিন্তু দেখেছি যাত্রীরা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলে নাই। ফলে আমরা পুরোপুরি স্বাস্থ্যবিধি মানাতে পারি নাই।
তবে আশার কথা এটা যে, করোনায় কোনো লঞ্চ যাত্রী আক্রান্ত হয়েছে এরকম কোনো তথ্য আমরা পাই নাই। তারপরও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ আন্তর্জাতিক ভাবে মনিটরিং হচ্ছে।
তিনি বলেন, আমরা চাই এবারের ঈদুল আজহার ঈদযাত্রার পদক্ষেপ যেন আমরা যথাযথভাবে নিতে পারি। সেজন্য আজকের এই সভার আহ্বান করেছি।