গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘাস মারা ঔষধ পানে প্রাণ গেল রুমানা বেগম (৩০) নামের এক গৃহবধুর। মৃত্যু রুমানা বেগম জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের রানা ফকিরের স্ত্রী ও চকদাড়িয়া-পাতিল্যাকুড়া গ্রামের রনজু মিয়ার মেয়ে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার পানি সেচের ভাড়ার টাকা নিয়ে রুমানা বেগম ও তার স্বামী রানা ফকিরে সঙ্গে ঝগড়া বাঁধে। এ অভিমানে ঘরে রাখা ঘাস মারা ঔষধ পান করেন রুমানা। এতে রুমানা বেগম অসুস্থ হয়।
পরে বাড়ির লোকজন ঘটনাটি টের পেয়ে রুমানাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়া তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে রুমানা বেগম মারা যায়।
জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বর সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, রুমানা বেগম বাড়ির লোজনের অজান্তে ঘাস মারা ঔষধ খেয়ে আত্নহত্যা করেছে।