ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের ব্রহ্মপুত্র তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়ে নিম্ন আয়ের মানুষের বাড়ি-ঘরে পানি ঢুকে গেছে।
এতে দুটি ওয়ার্ডের প্রায় অর্ধ শতাধিক পরিবার আজ সোমবার স্থানীয়
ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া সরকারি হাইস্কুলে আশ্রয় নিয়েছেন।
জানা যায়, পৌরসভার ৪ ও ৮নম্বর ওয়ার্ডের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী
চর শিলাসী কড়ইতলা, চর ষোলহাসিয়া ও জন্মেজয় এলাকায় শ্রমজীবি নিম্ন আয়ের কয়েক শত, পরিবার বসবাস করেন। ব্রহ্মপুত্রের
পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। এতে পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন। এ অবস্থায়
প্রায় অর্ধশতাধিক পরিবার ব্যবহার্য জিনিসপত্র, গরু-ছাগল ও পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া সরকারি হাইস্কুলে আশ্রয় নিয়েছেন।