গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের উপর দিয়ে বয়েযাওয়া করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
২০ জুলাই বিকালে নদী ভাঙ্গন রোধে পারধুন্দিয়া গ্রামে পানিউন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫'শ মিটার গ্রাম রক্ষা বাঁধে মাটি ভর্তি জিওব্যাগ ফেলে পাইলিং কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান,এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন।
এসময় আরো উপস্থিতিদের মধ্যে রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের এসডি মাহবুবুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান সিজু, রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আয়ুব হোসেন বিএসসি,পৌর আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ তোফায়েল আহাম্মেদ এলিন,উপজেলা ছাত্রলীগের যুগ্নঃ আহবায়ক শফিউল আলম হিরু,আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান মাষ্টার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।