ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হতে চলেছে ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক। শনিবার সকালে সড়কের প্রায় অর্ধেক অংশ ভেঙে নদে বিলীন হয়ে যায়। এতে হুমকির মুখে পড়েছে পুরু গ্রামের মানুষ। উপজেলার উচাখিলা ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম মরিচারচর।
ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা গ্রামটিতে ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) একটি সড়ক রয়েছে। নদের ভাঙনের মুখে থাকা পাকা সড়কটির মরিচারচর বালুর ঘাট এলাকায় শনিবার সকালে ভাঙন দেখা দেয়। অন্তত ৫০ মিটার পাকা সড়ক সকালে নদে বিলীন হয়।
এতে সড়কটি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে মরিচারচর টান মলামারি মুন্সিবাড়ি, টান পাড়া, মাইজপাড়া, নাউ মলামারি, মাঠপাড়া, মুন্সিবাড়ি, নামাপাড়া, উত্তর মরিচারচর, কাশিয়ার চর, দপ্তর, বড়ইকান্দি, আজু সরকার পাড়া, মলামারি, টুন পাড়া, বড়ইকান্দা, কাঠালিপাড়া এলাকার ২০ হাজার মানুষ বিচ্ছিন্ন হতে চলেছে।
সড়কটি সম্পূর্ণ বিলীন হয়ে গেলে সবজি উৎপাদন ও বিক্রির উপর নির্ভরশীল ২০ হাজার মানুষের দুর্বিসহ জীবন শুরু হবে। খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, সড়কটি এলাকার ২০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র রাস্তা।
সড়কটি ইতোমধ্যে অনেকাংশ ভেঙে গেছে। রাস্তাটি বিলিন হয়ে গেলে চরের সঙ্গে ইউনিয়ন পরিষদ ও উচাখিলা বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে বিলীন হতে চলা সড়কটি পরিদর্শন করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।