গোবিন্দগঞ্জে ২০০ বোতল ফেনসিডিল ও পিকাপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে অদ্য ২৭ জুলাই ২০ রাত অনুমানিক ১২.১০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহদী হাসানের নেতৃত্বে থানার এসআই তয়ন, এএসআই মাসুদ ও এএসআই মুশফিক সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট- গোবিন্দগঞ্জ সড়কের সাপমারা ইউপির তরফকামাল মৌজার ভাংগা ব্রিজের উপর দিনাজপুর হতে ঢাকাগামী একটি ক্যারেট বোঝাই পিকাপ আটক পূর্বক তল্লাশি করে ক্যারেটের ফাঁকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২'শত বোতল ফেনসিডিল সহ পেশাদার মাদক ব্যবসায়ী আসামি ১) আবু তালেব (৩৭) পিতা মৃত গফুর হাওলাদার সাং বালুগনা থানা ও জেলা ঝালকাঠি এবং পিকাপ চালক আসামি হারুন মোল্লা(৩০) পিতা সুলতান মোল্লা সাং হাইম চর থানা ও জেলা চাঁদপুর দ্বয়কে পিকাপ সহ আটক করে।
উল্লেখ্য যে, আসামিরা দেশের বিভিন্ন এলাকা হতে মালামাল পিকাপে নিয়ে দিনাজপুর এলাকায় পৌঁছে দিয়ে ফেরার পথে অন্যান্য মালামালের সাথে ফেনসিডিল নিয়ে ঢাকায় সরবরাহ করে থাকে। উদ্ধার কৃত ২০০ বোতল ফেনসিডিলের মূল্য অনুমানিক ১ লাখ টাকা।
আসামি আবু তালেবের বিরুদ্ধে ডিএমপি ঢাকার আদালতে আরো ২ টি মাদক মামলা বিচারাধীন আছে।আসামি দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু হয়েছে।