বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাসার মোঃ মইনুদ্দিন মামুন পাটোয়ারী সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও তিনি আরও বলেন বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ঈদুল আজহার ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে । এ কঠিন সময়ে আমি সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আমি শিবগঞ্জ উপজেলা বাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানাচ্ছি।
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহার উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যক্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ।
এক অদৃশ্য ভাইরাস মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই বিপদের সময় আমাদের স্বাস্থ্য কর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, পরিচ্ছন্ন কর্মী সহ যারা জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, হয়তর ইব্রাহীম (আঃ) যে ত্যাগ দেখিয়েছেন তার আদরের পুত্র ইসমাইল (আঃ) কুরবানি দিতে চেয়েছেন একমাত্র আল্লাহ'কে খুশী করার জন্য। তা থেকে আমাদের প্রকৃত শিক্ষা নিতে হবে। ভোগে সুখ নাই ত্যাগে প্রকৃত সুখ।
করোনা ভাইরাসের এই মহামারিতে সত্যি আমাদের অর্থনীতি সামাজিক সব স্থানে বিরাট ক্ষতি হয়েছে। সবাই ধর্য্য ধারণ করলে ইনশাল্লাহ একসাথে আমরা এই কঠিন সময় মোকাবেলা করা সম্ভব হবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা চলবো, স্বাস্থ্যবিধি মোতাবেক আমাদের কর্ম করে যেতে হবে। পশুর বাজারে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে।
ধন্যবাদান্তেঃ-
আবুল বাসার মোঃ মইনুদ্দিন (মামুন) পাটোয়ারী
আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক,
কিচক, শিবগঞ্জ, বগুড়া ।