বর্তমানে করোনা ও বন্যা পরিস্থিতিতে এবার ঈদে আগের তুলনায় ঈদ বাজারে পশুর হাটে স্বল্প মূল্যে বেচাকেনার রেকর্ড করে দেশ দাবি করেন বাজারের বিক্রেতারা। বর্তমান পরিস্থি তিতে দেশের বিভিন্ন মানুষের পরিস্থিতি খারাপ হয়ে পরেছে। বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যা ভোগান্তির শিকার শতাধিক মানুষের বাসস্থান পানিতে তলিয়ে গেছে।
দেশের বিভিন্ন অঞ্চলের পশু খামারিরা পশু পালনে ভোগান্তির শিকার। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ভোগান্তির শিকার ছিল এ পরিস্থিতিতে অনেক পরিবারে কোরবানি দিতে পারছেন না। তবুও বাজারে বিক্রেতারা হাল ছেড়ে দেননি স্বল্প মূল্যে পশু বিক্রি করছেন তারা।
আগের তুলনায় যদিও বাজার মন্দা।কারণ পশু পালন করে ক্ষতির চেয়ে লাভবান বেশী হয়। তা আমাদের গ্রামীণ পেশা এ পেশাকে আমরা সব সময় শ্রদ্ধা করি। বর্তমানে নরসিংদী রায়পুরা উপজেলার বিভিন্ন পশুর হাটে দেখা যাচ্ছে এলাকার স্থানীয় খামার থেকে আসা সকল পশু।