শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনাকালে হতাশ না হয়ে এগিয়ে যেতে হবে। রোববার (০২ আগস্ট) দুপুরে নরসিংদীর মনোহরদীতে মন্ত্রীর বাগানবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অন্যান্য দূর্যোগে যেমনভাবে মোকাবেলা করে আমরা এগিয়ে গিয়েছি তেমনিভাবে এই মহামারি করোনায়ও আমাদের হাত গুটিয়ে বসে থাকা যাবে না। আমাদের সাহস যোগাতে হবে শক্তি যোগাতে হবে মানুষ যেন হতাশ না হয়। মন্ত্রী আরও বলেন, আমাদের বিপক্ষ শক্তি কিন্তু কথায় আছে এ বিপদে অসহায় মানুষের পাশে মাঠে নেই, তারা সুবিধাবাদী শ্রেণি।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ও মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজনসহ প্রমুখ।