আজ বুধবার(৫ ই আগস্ট) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলার পাঁচগাছি ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন চেয়ারম্যান পাঁচগাছি ইউনিয়ন পরিষদ,মোঃ মুকুল মিয়া,উপজেলা প্রধান কুড়িগ্রাম সদর। মোঃ তাইজুল ইসলাম,সহঃপ্রধান উপজেলা কুড়িগ্রাম মোঃ নাজমুল হুদা লাকু সহঃ প্রধান উপজেলা কুড়িগ্রাম।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের পাঁচগাছী ইউনিয়নের প্রধান স্বেচ্ছাসেবক প্রধান মোঃ ফজলুল করিম ফারাজী । এছাড়াও পাঁচগাছি ইউনিয়নের সকল স্বেচ্ছাসেবকগণ মত বিনিময় পূর্বক স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত বক্তব্যে কুড়িগ্রাম উপজেলা প্রধান মোঃ মুকুল মিয়া বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন বেকারত্ব দূরীকরণে ভবিষত্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিতে যাচ্ছে।
আমাদের সুসংগঠিত ভাবে এগিয়ে আসতে হবে। বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কুড়িগ্রাম জেলা সদরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।
এ কর্মসূচির অংশ হিসাবে ২০২১ সালের মধ্যে কুড়িগ্রাম জেলার ত্রিশ হাজারটি গাছ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনেে বৃক্ষরোপন কর্মসূচীকে স্বাগত জানাই।
এ কর্মসূচী ফলপ্রসু করার লক্ষ্যে সবাইকে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে হবে।আপনারা এ রকম দৃষ্টান্ত স্থাপন করলে অবশ্যই সরকার পাশে থাকবে।আমি ব্যাক্তিগতভাবে জনকল্যাণমুখী কার্যক্রমে আপনাদের পাশে আছি থাকবো। এছাড়াও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ তাইজুল ইসলাম সহ প্রধান স্বেচ্ছাসেবক কুড়িগ্রাম সদর উপজেলা শাখা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন।