বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলার ঘোগাদহ ইউনিয়ন শাখার উদ্যোগে "দূর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকদের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ই আগষ্ট) দুপুর ১২ টা আপ্রেজ রেসিডেন্সিয়াল স্কুলে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন,এমন,রশিদ আলী অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক সমন্বয় বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন।
মোঃ মুকুল মিয়া, প্রধান স্বেচ্ছাসেবক, কুড়িগ্রাম সদর উপজেলা। মোঃ মমিনুল ইসলাম, সহ প্রধান স্বেচ্ছাসেবক কুড়িগ্রাম সদর উপজেলা। মোঃ নাজমুল হুদা লাকু সহঃ প্রধান উপজেলা কুড়িগ্রাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের ঘোগাদহ ইউনিয়নের প্রধান স্বেচ্ছাসেবক জনাব,মোঃ শাহ আলম এছাড়াও ঘোগাদহ ইউনিয়নের সকল ওয়ার্ড ও গ্রাম প্রধানসহ সকল ইউনিটের স্বেচ্ছাসেবকগণ মত বিনিময় পূর্বক স্বাগত বক্তব্য রাখেন।
উপস্থিত বক্তব্যে কুড়িগ্রাম উপজেলা প্রধান মোঃ মুকুল মিয়া বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন স্বেচ্ছাসেবকদের একটি শক্তিশালী ফ্লাট ফর্ম।
আমাদের লক্ষ্য হল সকল স্বেচ্ছাসেবক ঐক্যবদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যানমুখী কাজে নিয়োজিত থাকবো।এছাড়াও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন বেকারত্ব দূরীকরণে ভবিষত্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিতে যাচ্ছে।
আমাদের সুসংগঠিত ভাবে এগিয়ে আসতে হবে। বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কুড়িগ্রাম জেলা সদরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বছর ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এ কর্মসূচির অংশ হিসাবে ২০২১ সালের মধ্যে কুড়িগ্রাম জেলার ত্রিশ হাজারটি গাছ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।
এ দূর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি জনাব, এম,রশিদ আলী অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন বলেন, এ-ই সংগঠন কোন রাজনৈতিক সংগঠন নয়।
এ-ই সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন।তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের পাঁচটি মূলনীতি নিয়ে স্বেচ্ছাসেবক মাঝে বিশদভাবে আলোচনা করেন।
তিনি বৃক্ষরোপন কর্মসূচীকে স্বাগত জানিয়ে বলেন এ কর্মসূচী ফলপ্রসু করার লক্ষ্যে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কাজ করতে হবে।
এছাড়াও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ শাহ আলম, প্রধান স্বেচ্ছাসেবক ঘোগাদহ ইউনিয়ন শাখা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন।