স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি অনুযায়ী অফিস করার পরামর্শ দিয়েছেন ভূমি সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী। নির্দেশনা অনুযায়ী অসুস্থ ও সন্তান সম্ভবাদের অফিসে আসার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
সোমবার (১০ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া মাস্কসহ সাধারণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
ভূমি সচিব বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর এ মাসে শোককে শক্তিতে রূপান্তর করে তার আদর্শকে বুকে ধারণ করতে হবে। আমাদের আরও ভালো কাজ করার মধ্য দিয়ে জনগণকে সেবা দিতে হবে।
তিনি বলেন, আমরা যারা সরকারি চাকরি করি তাদের উদ্দেশে বঙ্গবন্ধু বলেছেন, 'সব সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে, তাদের সেবা করুন। যাদের অর্থে আজকে আমরা চলছি, তাদের যাতে কষ্ট না হয়, তাদের দিকে খেয়াল রাখুন।'
ভূমি সচিব আরও বলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের একটি গুণগত উত্তরণ ঘটেছে। আমরা জাতিসংঘ পুরস্কার পেয়েছি। ভালো কাজের মাধ্যমে আমাদের এ স্বীকৃতি ধরে রাখতে হবে এবং বর্তমান পরিস্থিতি থেকে আরও উত্তরণ করতে হবে।