গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা মেছের উদ্দিন সরকার (৭২) শ্বাসকষ্ট জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। মরহুমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানার নেতৃত্বে গার্ড অব অনারের মধ্য দিয়ে মরহুমের কফিনে সালাম ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, দেলোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, আব্দুল মান্নান, মফিজল হক, নুরুল হুদা ও বীরঙ্গনার ফুলমতি রানীর ছেলে মনিরাজ কুমার প্রমূখ উপস্থিত ছিলেন । মরহুমের স্বজনরা জানান, কয়েকদিন আগে শ্বাসকষ্টে ভুগছিলেন বীরমুক্তিযোদ্ধা মেছের উদ্দিন সরকার।
এরপর তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার দিনগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০ টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত মেছের উদ্দিন সরকার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের ছেলে। জীবনদশায় তিনি অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ছিলেন।
বুধবার বিকেলে প্রশাসন কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর তার পারিবারিক কবরস্থানে সমায়িত করা হয়।