প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২০, ২:২৫ অপরাহ্ণ
জামালপুরে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২০ জন
জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সর্বশেষ ৯৪টি নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এরমধ্যে সদর ১২ জন,মাদারগঞ্জ ২ জন,ইসলামপুর ৪ জন,দেওয়ানগঞ্জ ১ জন ও সরিষাবাড়ী ১ জন।আজ সকাল এগারোটার দিকে সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
জামালপুর জেলার সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস জানান,করোনায় নতুন শনাক্ত২০ জন নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১১৪০ জন।আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৮৩৫ জন।সর্বশেষ মৃত্যু ০১ জন ও এপর্যন্ত মারা গেছেন ২০ জন।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে ১০ জন ও হোম আইসোলেশনে ২৬৩ জন চিকিৎসাধীন রয়েছে।
করোনায় আক্রান্ত ১১৪০ জনের মধ্যে জামালপুর সদর ৫২০ জন,ইসলামপুর ১৬৮ জন,মেলান্দহ ১০৩ জন,সরিষাবাড়ী ১৩২ জন,বকশীগঞ্জ ১০৪ জন,মাদারগঞ্জ ৬৪ জন ও দেওয়ানগঞ্জ ৪৯ জন।
সর্বশেষ রেফার্ড ৬ জন,মোট রেফার্ড ২২ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ১১৮ টি, মোট নমুনা সংগ্রহ ১০০৮২ টি।
মাস্ক ব্যবহার করুন।সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলুন।
https://bd24news.com