১৫ ই আগষ্ট ইতিহাসের বর্বরোচিত হত্যাকান্ডের অন্যান্য খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবী ও যথাযোগ্য মর্যাদায় শরণখোলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
উপজেলা পরিষদ চত্ত¡রে সদ্য নির্মিত জাতীর জনকের স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, শরণখোলা সরকারী কলেজ ও রায়েন্দা পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাদর মোস্তফা শাহিন, অফিসার ইনচার্জ এসকে. আব্দুল্লাহ আল সাইদ, অধ্যক্ষ নুরুল আলম ফকির ও প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, রায়েন্দা বাজার¯’ মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, সে”ছাসেবকলীগ, তাঁতীলীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলার তাফালবাড়ী বাজারে মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কমান্ডার তোফাজ্জেল হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন, আওয়ামীলীগ নেতা সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম. এ খালেক খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকন, মুক্তিযোদ্ধা আঃ রউফ মল্লিক, আঃ রশিদ জোমাদ্দার, ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জোমাদ্দার।
তারা ১৫ আগষ্ট নারকীয় হত্যাকান্ডের ব ঘোষিত রায় বাস্তবায়ন ও বাকী খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবী জানান।
উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের আমতলী বাজারে আওয়ামীলীগ আয়োজিত শোক সভায় অনুরুপ দাবী জানিয়ে বক্তৃতা করেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতা এম. এ রশিদ, আব্দুল হক গোলাম হায়দার, যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন, শ্রমীকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষকলীগের সভাপতি ওয়াদুদ আকন, সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন নান্টু, যুবলীগ নেতা হাসানুজ্জামান জোমাদ্দার, জিয়া উদ্দিন তালুকদার, তাঁতীলীগের সভাপতি জিয়াউল হক তালুকদার প্রমুখ।
আসর নামাজ বাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উৎযাপনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে।
সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে বন্ধু চিরদিন ক্লাব নামে একটি সামাজিক সংগঠন মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব ও দুঃ¯’ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন।