ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওরাবুনিয়া ইউনিয়নের আকটনের হাট এলাকায় শনিবার রাতে (১৫ আগস্ট) সিংঙ্গাপুর প্রবাসী জামাল হোসেন দুলালের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।
গৃহকর্তা দুলালের স্ত্রী শিউলী বেগম জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে তাদের টিনসেট দোতলা বসত ঘরের জানালার গ্রীল কেটে ও শাপল দিয়ে ভেঙ্গে ১২জনের ডাকাতদল ভিতরে ঢুকে মারধর ও আতংক সৃষ্টি করে আমাদেরকে বেঁধে বালিশ চাপা ও কাথামুড়ি করে রাখে।
পরে ডাকাতারা বিভিন্ন রুমের মালামাল তছনছ করে এবং ৭ থেকে ৮ভরি স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ১০/১২ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। এ সময় ডাকাতরা আমাকে এবং আমার স্বামীকে পিটায় ও চড়থাপ্পর মারে। ডাকাতদের টাকা ও স্বর্ণালংকার না দিলে আমাদেরকে ওরা মেরে ফেলতো বলেও জানান শিউলী বেগম।
গৃহকর্তা জামাল হোসেনের ছেলে ঝালকাঠি নেছারাবাদ মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ শাওন জানায়, তার বাবা দীর্ঘদিন বিদেশে ছিলেন। গত এক বছর পূর্বে তিনি সিংঙ্গাপুর থেকে দেশে এসেছেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ডাকাতির ঘটনায় কেহ আহত হয়নি। এছাড়া ওই বাড়ির লোকজন এক এক সময়ে বিভিন্ন অংকে টাকা নেয়ার কথা বলার কারণে সঠিক পরিমান বলা যাচ্ছে না। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।