জাতির পিতা চিরঞ্জীব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এই দিনে পঁচাত্তরে এক কালো অধ্যায়ের রচনা 'র মধ্য দিয়ে পুরো জাতি কে অভিভাবক হীন করে পরপারে চলে যান কিছু দুষ্কৃতি র কারণে ।। তাঁর দেখানো সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়েই আমরা মুজীব সেনা রা এখন ও স্বপ্ন দেখি সুন্দর আগামীর ।
স্বেচ্ছাসেবী সংগঠন "আলোকিত মানুষ ফাউন্ডেশন " বছর ব্যাপি পথশিশু , ছিন্নমূল মানুষের জন্য কাজ করে। আজ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। সেই সাথে আজ পথশিশুদের কে বঙ্গবন্ধু এবং তাঁর আদর্শ সম্পর্কে বর্ণনা করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নাজমিন তুলি বলেন -"আমরা গর্বিত আমরা স্বাধীন বাংলা য় জন্ম নিয়েছি ।
আমাদের সবার পরিচয় আমরা বঙ্গবন্ধুর সন্তান। অভাব, দূর্যোগে , অশিক্ষায় হয় তো কেউ কেউ এই পথশিশুদের এভাবে পথে ফেলে গেছে । কিন্তু এরা মূলত আমাদের ই সন্তান, আমাদের সমাজের অংশ । এদের দ্বায় আমরা এড়িয়ে যেতে পারি না ।
আলোকিত মানুষ ফাউন্ডেশন সাধ্যমত চেষ্টা করবে এদের নিয়ে সুন্দর আগামী গড়তে। এদের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছায় শ্রম দিয়ে যেতে । একদিন নিশ্চয়ই মমতাময়ী প্রধানমন্ত্রী এদের জন্য খুব ভালো কিছু করবেন ।
" শিশুরা আমাদের সমাজের ই অংশ এদের জন্য আমরা নিজেদের অবস্থায় থেকে একটু একটু করে সাহায্য করে গেলে খুবই ভালো কিছু হবে।। সুন্দর পৃথিবী গড়তে শিশুদের কে উৎকৃষ্ট মানুষ হিসেবে গড়তে হবে।