ঝালকাঠিতে ৭১’র চেতনার উদ্যোগ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, নিরাবতা পালন, দৃষ্টি প্রতিবন্ধীকে ব্যাতীক্রমভাবে সাবলম্বী করে দেওয়া, পথশিশু এবং সুইড বাংলাদেশের শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর জীবনী ও ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী, প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার , ৭১’র চেতনার কেন্দ্রীয় কমিটির সভাপতি বাহাউদ্দীন গোলাপ, ঝালকাঠি শাখার সভাপতি গোপাল চন্দ্র দে ,সহ-সভাপতি গোলাম সাইদ খান, সমাজ সেবক ও সংগীত শিল্পী নিয়ামুল বাশার মনকা প্রমুখ।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি। এর আগে ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন।