বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের আজ জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে এই ক্রিকেটার কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন।
হাবিবুল বাশার একজন ডান-হাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন অফ ব্রেক। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় ক্রিকেট লীগে খুলনা জেলা এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমান দলের হয়ে খেলছেন।
তার টেস্ট অভিষেক হয় ২০০০ সালে ভারতের বিপক্ষে। আর একদিনের খেলায় অভিষেক হয় ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায়।
হাবিবুল বাশার ১১১ টি ওয়ানডে ম্যাচ খেলে ২ হাজার ১৬৮ রান করেন। শতরান না থাকলেও তার রয়েছে ১৪ টি অর্ধশত রান। সর্বোচ্চ স্কোর-৭৮।
৫০ টি টেস্টে ৩টি শতরানসহ ২৪টি অর্ধশত রান করেন। টেস্টের ক্যারিয়ারে ৯৯ ইনিংসে ৩০২৬ রান করেছেন হাবিবুল বাশার। সর্বোচ্চ ১১৩; গড় ৩০.৮৭।
২০০৮ সালে তিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।
তার প্রিয় শট ছিলো পুল। চোখ ধাঁধানো পুলে বহু রান করেছেন বাশার। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটিতে আছেন হাবিবুল বাশার। জন্মদিনে স্বাধীন বাংলা ১৬ পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই হাবিবুল বাসারকে।