দেশের সংস্কৃতি কর্মীরা প্রধানত সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সংস্কৃতির চর্চা করে থাকে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আজ কয়েক হাজার সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে সংস্কৃতি চর্চায় নিয়োজিত রয়েছেন। করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতেও সুস্থ সংস্কৃতির ধারা অব্যাহত রেখেছে নরসিংদী গীতিকার পরিষদ।
এরই ধারাহিকতায় নরসিংদী গীতিকার পরিষদের পরিচালনায় মন ‘আমার বাউল বেশ ’ ইউটিউব চ্যানেল নরসিংদী গীতিকার পরিষদের সাধারণ সম্পাদক, এ প্রজন্মের স্বনামধন্য গীতিকার ও সুরকার , গীতিকবি এস এম শ্রাবণ কাজীর লেখাও সুরে ১০টি গান সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে।
১- পার কান্ডারী - বাউল শিল্পী, মহিউদ্দীন(মহিন পাগলা)
২-না দেখিলে প্রান বাঁচেনা-বাউল শিল্পী -লিজা
৩-আর জ্বালা সয়না অন্তরে-বাউল শিল্পী -লিজা
৪-এইকি তোমার পিরিতের ধারা-বাউল শিল্পী -লিজা
৫-প্রাণ বন্ধুরে-বাউল শিল্পী -রুবিনা সরকার
৬-শান্তি নাই পরানেন গো সখী -বাউল শিল্পী -সিমা দেওয়ান
৭-কেমনে ভাঙ্গলি অম্তর-বাউল শিল্পী -সিমা দেওয়ান
৮-প্রেম আগুনে পুড়াইলি-বাউল শিল্পী -ছোট মমতাজ বেগম
৯-তবু তরে ভূলে না পরাণ- বাউল শিল্পী -হালিমা সরকার
১০-তোমারে লেগেছে ভাল বাউল শিল্পী - সিমা দেওয়ান / মহিন পাগলা ডুয়েট।
এছাড়া নরসিংদী গীতিকার পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাউল কবি মোমেন রুমীর লেখা- পিরিত করা প্রানে মরা।
গীতিকার পরিষদের সভাপতি
আতিকুর রহমান আকাশ প্রধানের লেখা ও সুরে-বড় কষ্ট পাইলাম বন্ধু -বাউল শিল্পী- লিজা
গীতিকার পরিষদের
সদস্য- বাউল শাহপরানের লেখা ওসুরে- তোরে আমার মনে শুধু চায়- বাউল শিল্পী - ছোট মমতাজ বেগম।
কেন তুমি চলে গেলে- বাউল শিল্পী সিমা দেওয়ান
সদস্য মাতাল মোতালিব এর লেখাও সুরে-হে আল্লাহ তুমি দয়াময়-ছোট মমতাজ বেগম
পাষান বন্ধু রে- বাউল শিল্পী -লিজা
মন আমার বাউল বেশ ইউটিউব চ্যালেন এর পরিচালক. গীতিকার -জিলানীর গানসহ মোট ২০টি গান গীতিকার পরিষদ পেতে যাচ্ছে।।
মন আমার বাউল বেশ ইউটিউব চ্যানেল এর ব্যানারে এবং ফেইসবুক পেইজ এ ইতিমধ্যে শ্রোতা দের মধ্যে বেপক সারা পেয়েছে এবং দর্শক দের কথা মাথায় রেখে সামনে মন আমার বাউল বেশ ইউটিউব চ্যানেল এর ব্যানারে আরো ১৫টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে শিল্পী ও গীতিকার উভয়েই সকলের কাছে দোয়া চেয়েছেন। মন আমার বাউল বেশ ইউটিউব চ্যালেন এর পরিচালক গীতিকার জিলানী