গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ বলেছেন শতভাগ স্বচ্ছতার সাথে বিধাবা -বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার তালিকা প্রনয়ন করা হবে ।তালিকা প্রনয়নে কোন অনিয়ম দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।এ ক্ষেত্রে ভাতাভোগীদের সচেতন হতে হবে।
দালাল ও প্রতারক চক্র হতে সবাইকে সাবধান থাকতে হবে। ১৯ আগষ্ট বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে বিধবা -বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার তালিকা প্রনয়ন সম্পর্কিত সাংবাদিক এর বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গকন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের শতাধিক উপজেলায় শতভাগ বিধাব বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার আওতায় এনেছেন।
পলাশবাড়ী উপজেলা প্রশাসন -উপজেলা পরিষদ ,পৌড়সভা ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে নিয়ে অনলাইনের মাধ্যমে এসব ভাতা ভোগীদের তালিকা চুড়ান্ত করবে।
এর আগে ১৯আগস্ট বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে গোবিন্দগঞ্জ বাস্তবায়নের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) আয়োজনে অফিসার কামরুজ্জামান নয়ন,গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী (বিএমডিএ) এজাদুল ইসলাম, গোবিন্দগঞ্জ জোন (বিএমডিএ)সহ প্রকৌশলী মুনসুর আলী সরদার এর উপস্থিতিতে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম চৌধুরী বিদ্যুৎ।